Is Python Easy to Learn for Beginners

প্রোগ্রামিংয়ের দুনিয়া বিগিনারদের জন্য অনেকটা কঠিন। প্রোগ্রামিংয়ে আগ্রহ থেকে ক্যারিয়ার হিসেবে অনেকেই প্রোগ্রামার হতে চায়। কিন্তু প্রোগ্রামার হওয়ার জার্নিটা এতো সহজ নয়। দিনের পর দিন কোডিং নিয়ে থাকতে থাকতে অনেকেই হাপিয়ে যায়। ঠিক তখন-ই বিগিনারদের এই কোডিংয়ের ঝামেলা থেকে চলে আসে পাইথন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুনিয়ায় সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় পাইথনকে। কিন্তু এই কথা কি আসলেই সত্যি?

বিগিনারদের জন্য আসলেই কি পাইথন সহজ?  পাইথন কি আসলেই বিগিনারদের কথা মাথায় রেখে ডেভেলপ করা হয়েছে?

উত্তর হল, হ্যাঁ। প্রোগ্রামিং দুনিয়ায় পাইথন হল বিগিনারদের জন্য একদম পারফেক্ট একটি ফার্স্ট স্টেপ। কেন ফার্স্ট স্টেপ? তা এখনি জানতে পারবেন। এছাড়াও আপনি কিভাবে একজন বিগিনার হিসেবে, আপনার পাইথন জার্নি শুরু করতে পারেন, কি কি রিসোর্স ব্যবহার করতে পারেন, এসব বিষয় নিয়েই থাকছে আজকের আলোচনা।

কেন পাইথন শেখা সহজ? || Why Python Is Easy To Learn

পাইথনের ইংরেজি সিনট্যাক্স || English Syntax Of Python

পাইথনের সিনট্যাক্স যেটাকে রুলস সেট বলা হয়। এটি ডিফাইন করে আপনি কীভাবে কোড লিখবেন। পাইথনের এই সিনট্যাক্সটি ক্লিয়ারিটির জন্য জনপ্রিয়। অর্থাৎ এখানে সব এমন ভাবে প্রেজেন্ট করা হয়, যেন সবাই পড়ে বুঝতে পারে। বিগিনাররাও সহজেই পাইথনের সিনট্যাক্স পড়ে বুঝতে পারে। অর্থাৎ পাইথন ভাষার দিক দিয়ে কোন গ্যাপ রাখেনি। আর সহজবোধ্য ভাষায় কঠিন কোন কোড বর্ণনা করলেও সেটি আমাদের কাছে সহজই লাগবে। আর  এটাই পাইথনের সৌন্দর্য!

পাইথন লজিকে ফোকাস করে || Python Focuses On Logic

সিনট্যাক্স অতিরিক্ত জটিল আর বেশি বড় হলে অনেক প্রোগ্রামার ভয় পেয়ে যায়। বিগিনারদের জন্য এটা স্বাভাবিক। তবে এক্ষেত্রে পাইথন একদম ব্যতিক্রম। পাইথন আপনাকে জটিল সিনট্যাক্সের ভেতর আটকে না রেখে প্রোগ্রামিংয়ের মূল কনসেপ্টে ফোকাস করতে দেয়। অর্থাৎ পাইথনের দুনিয়ায় আপনার কাজ শুধু কোডিং লজিক নিয়ে কাজ করা।

পাইথন ফ্রি-তে ইউজ করা যায়  || Python Is Free To Use

পাইথন একটি ওপেন-সোর্স ল্যাঙ্গুয়েজ, আপনি এটি ফ্রি-তে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। পাশাপাশি পাইথন শেখার অনেক ফ্রি রিসোর্সও আপনি পেয়ে যাবে বিভিন্ন প্ল্যাটফর্মে।

পাইথনের ইউজার এবং কমিউনিটি সুবিধা রয়েছে || Python Has User And Community Facilities

পাইথনের অনেকগুলো অপরচুনিটির জন্য এটি সব লেভেলের প্রোগ্রামারের কাছে অনেক জনপ্রিয়। তাই এর কমিউনিটি আর ইউজার সংখ্যা অনেক বিশাল। এটিও কিন্তু বিগিনারদের জন্য একটি প্লাস পয়েন্ট। কেননা আপনি চাইলেই প্রচুর অনলাইন ফোরাম, কমিউনিটি এবং কুয়েরি প্ল্যাটফর্মের অ্যাক্সেস নিতে পারবেন। যেখানে আপনি যখনই পাইথনের কোথাও আটকে যাবেন তখনই আপনি সাপোর্ট এবং গাইডলাইন পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top